ক্রিপ্টোকারেন্সি মাইনিং - Online Business

Breaking

Home Top Ad

 


ক্রিপ্টোকারেন্সি মাইনিং

ক্রিপ্টো কারেন্সী মাইনিং কি এবং কেন ?
********************************

ক্রিপ্টো কারেন্সী একটি অনিয়ন্ত্রিত বিনিময় ব্যবস্থা হওয়ার কারণে এই কারেন্সী উৎপাদন এবং লেনদেন ব্যবস্থা কে সুরক্ষিত রাখার একটি প্রোসেস কে ক্রিপ্টো কারেন্সী মাইনিং বলা হয়। এই প্রোসেস টি খুবই টেকনিক্যাল ফরমেটের হওয়ার কারণে সবার পক্ষে ক্রিপ্টো কারেন্সী মাইনিং করা সম্ভব হয়ে ওঠে না। ক্রিপ্টো কারেন্সী মাইনিং প্রোসেস টি খুবই গুরুর্ত্বপূর্ণ যেমন ব্যাংক পরিচালনা করার জন্য পরিচালনা পর্ষদ থেকে শুরু করে বেশ কিছু কর্মকর্তা একটি ব্যাংক এর জন্য গুরুর্ত্বপূর্ণ। ক্রিপ্টো কারেন্সী মাইনিং প্রোসেস টি মূলত লেনদেন করার নেটওয়ার্ক টির ভেরিফিকেশন করার কাজ করে থাকে। এবং এই কাজটি করার কারণে একজন মাইনার নিয়মিত বিভিন্ন অংকের কমিশন বা পুরস্কার পেয়ে থাকেন।

কিভাবে ক্রিপ্টো কারেন্সী মাইনিং করা যায় ??

ক্রিপ্টো কারেন্সী মাইনিং করার ৩ টি প্রোসেস আছে।

  • CPU Mining
  • GPU Mining
  • ASIC Mining


CPU এবং GPU মাইনিং সেটআপ করার জন্য আপনার প্রয়োজন হবে ভালো মানের কম্পিউটার সাথে লেটেস্ট গ্রাফিক্স কার্ড। বর্তমানে মাইনিং বিসনেস খুবই জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন কারণ ক্রিপ্টো কারেন্সী মার্কেটে পাবলিক ডিমান্ড এর কারণে বিভিন্ন কয়েন এর দাম দিন দিন বাড়ছে। বর্তমানে GPU মাইনিং এ বিনিয়োগ করলে মান্থলি ১০% থেকে ১৫% পর্যন্ত লাভ করা সম্ভব